Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

চলচ্চিত্র সমালোচক কেআরকে গ্রেপ্তার, অভিযোগের তির সালমান খানের দিকে

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র সমালোচক কেআরকে গ্রেপ্তার, অভিযোগের তির সালমান খানের দিকে

ভারতীয় চলচ্চিত্র সমালোচকদের একজন কমল আর খান। এক্সে তিনি কেআরকে নামে পরিচিত। সালমান খান থেকে শাহরুখ, কেউ বাদ যায় না তাঁর আলোচনা থেকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০১৬ সালের এক মামলায় দুবাই যাওয়ার সময় আজ সোমবার মুম্বাই বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এক্সে খবরটি শেয়ার করেছেন কমল খান নিজেই। আর তিনি অভিযোগের তির ছুড়েছেন সালমান খানের দিকে।

অভিনেতা এক্সে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এক বছর ধরে মুম্বাইয়ে রয়েছি। আমি নিয়মিত আদালতের সমস্ত ডাকে উপস্থিতও হয়েছি। আজ আমি নতুন বছরের জন্য দুবাই যাচ্ছিলাম। কিন্তু, মুম্বাই পুলিশ আমাকে বিমানবন্দরে গ্রেপ্তার করেছে। পুলিশের মতে, আমি ২০১৬ সালের একটি মামলায় ওয়ান্টেড। সালমান খান বলেছেন, আমার কারণে তাঁর টাইগার থ্রি ফ্লপ হয়েছে। আমি যদি থানায় বা জেলে যেকোনো পরিস্থিতিতে মারা যাই, আপনাদের সবার জানা উচিত যে এটি একটি হত্যাকাণ্ড। এবং আপনারা সবাই জানেন, কারা দায়ী এর জন্য।’

 কমল আর খানকে এর আগে ২০২২ সালে দুবার গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমবার, প্রয়াত বলিউড অভিনেতা ইরফান ও ঋষি কাপুর সম্পর্কে বিতর্কিত টুইট শেয়ার করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এর কয়েক দিন পর, সেপ্টেম্বরের শুরুতে কমল আর খানকে তাঁর ফিটনেস প্রশিক্ষককে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালে সালমান খান কমল আর খানের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। এরপর, মুম্বাইয়ের একটি সেশন কোর্ট থেকে তাঁকে সালমান খান সম্পর্কে কোনো মানহানিকর বিষয়বস্তু পোস্ট বা প্রকাশ করা থেকে বিরত থাকতেও বলা হয়েছিল।

উল্লেখ্য, বেলা ৩টা ৪৪ মিনিটে তিনি এক্সে পোস্টটি দিলেও, রাত সাড়ে ৮টার দিকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে