বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।
পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।
প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।