হোম > বিনোদন > বলিউড

‘শক্তিমান’ রূপে বড় পর্দায় কবে আসছেন রণবীর

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।

পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, মোট তিনটি কিস্তিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শক্তিমান’ তিন ভাগে নয়। বরং আপাতত একক সিনেমা হিসেবেই মুক্তি পাবে এটি। তারপর এটির বক্স অফিসের ব্যবসার ওপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।

প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন