রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।
উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।