বিনোদন ডেস্ক
দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আগামীকাল রোববার (২৩ শে জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাঁদের। এ বিয়ে নিয়ে দুই পরিবারের অখুশির খবর এসেছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী। মূলত ধর্মের কারণেই এ অমত। তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনও অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে।
তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী? আর ইসলাম নাকি হিন্দু, কোন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে হবে, এসব নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে চলছে আলোচনা। এবার সবকিছু নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতনসী।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে রতনসী জানিয়েছেন, এ বিয়ে ইসলাম বা হিন্দু কোন ধর্মের রীতিতেই হচ্ছে না। সোনাক্ষী-জহিরের আইনি বিয়ে হবে। ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে দুজনের বিয়ের নিবন্ধন হবে।
হিন্দু ধর্ম ছেড়ে সোনাক্ষীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়েও ইকবাল রতনসী কথা বলেছেন। এই ধর্মান্তরকরণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি। রতনসী বলেন, ‘এটা নিশ্চিত যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছে না। উভয়ের মিলন হল হৃদয়ের মিলন। এতে ধর্মের কোনও ভূমিকা নেই।’
ইকবাল রতনসী আরও বলেন, ‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে।’