হোম > বিনোদন > বলিউড

আম আদমির নেতা রাঘবের সঙ্গে পরিণীতির আংটিবদল

বিনোদন ডেস্ক

অবশেষে ভালোবেসে বাগদান সারলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। দিল্লিতে রাঘবের সরকারি বাসভবনে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটি বদল করলেন বলিউড সুন্দরী ও ভারতের তরুণ রাজনীতিবিদ।

গতকাল শনিবার থেকেই দিল্লিতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মণীশ মালহোত্রা। প্রিয়জনদের উপস্থিতিতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন রাঘনীতি জুটি। ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘যা চেয়েছিলাম তাই পেলাম…আর আমি হ্যাঁ বলে দিয়েছি…ঈশ্বর কল্যাণ করুক।’

গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’

রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদের পরস্পরের কাছে টেনেছিল।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন