বিনোদন ডেস্ক
বর্তমানকালে হরহামেশা বলিউড অভিনেত্রীদের ডেট করে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার ও পতৌদির নবাব মনসুর আলী খানের প্রেম অতটা সহজ ছিল না। তাঁদের প্রেমের গল্প যেন ভারতের চলচ্চিত্রে জগতে এক রূপকথার মতো। ১৯৬৮ সালে ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলাকে যখন ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদি বিয়ে করেন, তা নিয়ে তখন কম চর্চা হয়নি। তবে ক্রিকেটারকে বিয়ে করলেও ক্রিকেট নিয়ে আলোচনা নাকি অভিনেত্রীর জন্য ছিল নিষিদ্ধ।
সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ কপিল সিব্বলকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনেছেন শর্মিলা। কথোপকথনে অভিনেত্রীকে ভারতীয় প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে হেসে ফেলেন তিনি। কিছুটা মজা করেই তিনি বলেন, ‘আমার ‘‘কাবিননামা’’তে তো ক্রিকেট নিয়ে সমস্ত আলোচনা নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমি যেন কখনো ক্রিকেট নিয়ে আলোচনা বা কথা না বলি।’
শর্মিলার কথায়, ‘আমি ক্রিকেট নিয়ে কথা বলার যোগ্য নই। আমি শুধু জানি, একটি ভালো সিনেমা করতে খুব বেশি অর্থ লাগে না। কিংবদন্তি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে আমি শিখেছি যে দুর্দান্ত সিনেমা তৈরির জন্য বড় বাজেটের থেকেও কল্পনা ও সৃজনশীলতা বেশি গুরুত্বপূর্ণ।’
শর্মিলা আরও বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমি নিশ্চিত যে অল্প বাজেটের ছোট সিনেমাও দর্শকেরা দেখেন, যদি সেটা ভালো করে বানানো যায়। কিংবদন্তি সত্যজিৎ রায় এটা আমাকে শিখিয়েছেন। এমনকি যে সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল, সেই ‘‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’’ও কোনো বড় বাজেটের সিনেমা নয়, আমি নিশ্চিত যে এটা যখন এখানে মুক্তি পাবে, তখনো লোকেরা ঠিক সেটা দেখতে যাবে।’