Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

দিলীপ কুমারের জানা-অজানা

বিনোদন ডেস্ক

দিলীপ কুমারের জানা-অজানা

জীবিকার তাগিদেই মুম্বাইয়ে এসেছিলেন পেশোয়ারের ছেলে ইউসুফ সরোয়ার খান। মেধা আর পরিশ্রমের জোরে সেই ইউসুফ হয়ে উঠলেন উপমহাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এক নাম ‘দিলীপ কুমার’। গতকাল সকালে চলে গেলেন অভিনয়ের এই কিংবদন্তি।

- দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সরোয়ার খান। তাঁর বাবার নাম মোহাম্মদ সরোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

- কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারও মুম্বাইয়ে (তৎকালীন বোম্বে) ফিরে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন। ব্যবসার কাজেই ইউসুফ খানের পরিচয় হয় প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি তাঁকে পরিচয় করিয়ে দেন ‘বোম্বে টকিজ’-এর মালিকের সঙ্গে।

- ১৯৪৩ সালে ‘বোম্বে টকিজ’-এ ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার কর্ণধার দেবিকা রানী তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

- ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার ভাটা’। প্রথম দিকে তাঁর কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না।

- ১৯৬০ সালে ভারতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-ই-আজম’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

- ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড জেতার জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ তাঁর নাম আছে।

- দিলীপ কুমার একমাত্র ব্যক্তি, যিনি পাকিস্তানের ‘নিশান-ই-ইমতিয়াজ’ আর ভারতের ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন।

- পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ৬৩টি ছবিতে অভিনয় করেন।

- দিলীপ কুমারের আত্মজীবনী ‘দ্য সাবস্ট্যানস অ্যান্ড দ্য শ্যাডো’ ওই বছরের অন্যতম সেরা বিক্রীত আত্মজীবনী গ্রন্থ, যা আমাজনে দুই সপ্তাহ বেস্ট সেলার ছিল।

- ১৯৬১ সালে নিজের প্রযোজনায় ‘গঙ্গা যমুনা’ ছবিতে অভিনয় করেছিলেন। নিজের প্রযোজনায় সেটাই তাঁর একমাত্র ছবি।

- ১৯৯৬ সালে ‘কলিং’ ছবির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবির কাজ।

- ১৯৯৮ সালে শেষবার ‘কিলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা যায় তাঁকে। এরপর অভিনয়জীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।

- একাধিক ছবি ফ্লপ করলে ১৯৭৬-১৯৮১ পর্যন্ত সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ১৯৮১ সালে ‘ক্রান্তি’ ছবির মাধ্যমে রীতিমতো সাড়া জাগিয়ে ফিরে আসেন দিলীপ কুমার।

ঈদের দিন ভক্তদের দেখা দিলেন আমির-সালমান, আড়ালে রইলেন শাহরুখ

মুক্তির আগেই অনলাইনে ছড়াছড়ি ‘সিকান্দার’, প্রথম দিনের আয়ে হতাশ পুরো টিম

‘রাস্তায় নামাজ পড়লে কড়া শাস্তি’, নিষেধাজ্ঞা শুনে পাল্টা প্রশ্ন তুললেন মুনাওয়ার ফারুকী

আলোচনায় সালমান খানের ৩৪ লাখের ঘড়ি

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমানের ‘সিকান্দার’

‘কৃষ ফোর’ পরিচালনা করবেন হৃতিক রোশন

জীবন-মৃত্যু আল্লাহর হাতে: বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে সালমান

সালমান খানের সিনেমার প্রচারে আমির খান

সিকান্দারের ট্রেলারে ঝড় তুললেন সালমান খান

সুশান্তের মৃত্যু তদন্তে ইতি টানল সিবিআই, কী আছে অন্তিম রিপোর্টে