বিনোদন ডেস্ক
গত বছর ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, সুজয় ঘোষের সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সুহানাকে। জানা গিয়েছিল অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। খবরটি আবারও নিশ্চিত করে সিনেমার বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ্যে এনেছে পিঙ্কভিলা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘কিং’ শিরোনামের সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে আগামী মে মাস থেকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনায় আরও থাকবেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি নিয়ে সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ নিয়মিত কথা বলছেন শাহরুখ এবং সুহানার সঙ্গে। ২০২৩ এর অক্টোবর থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক মিটিং হয়েছে তাঁদের। এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সুজয়।
এর আগে ভারতের আরেক সংবাদমাধ্যম জুম এক প্রতিবেদনে জানিয়েছিল, এপ্রিল থেকে শাহরুখ এবং সালমান খান তাঁদের টাইগার ভার্সেস ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন। যদি সেটা হয় তাহলে কি এক মাসেই সিনেমাটির কাজ শেষ করে তিনি কিংয়ে হাত দেবেন? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।