হোম > বিনোদন > বলিউড

কন্যা সুহানার সঙ্গে ‘কিং’ সিনেমায় শাহরুখ

বিনোদন ডেস্ক

গত বছর ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, সুজয় ঘোষের সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সুহানাকে। জানা গিয়েছিল অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। খবরটি আবারও নিশ্চিত করে সিনেমার বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ্যে এনেছে পিঙ্কভিলা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘কিং’ শিরোনামের সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে আগামী মে মাস থেকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনায় আরও থাকবেন ‘পাঠান’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি নিয়ে সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষ নিয়মিত কথা বলছেন শাহরুখ এবং সুহানার সঙ্গে। ২০২৩ এর অক্টোবর থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক মিটিং হয়েছে তাঁদের। এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন সুজয়।

সূত্রটি আরও জানিয়েছে এরই মধ্যে ‘কিং’ সিনেমাটির জন্য প্রস্তুতি শুরু করেছেন সুহানা খান। তিনি একাধিক ধরনের স্টান্ট শিখছেন। মান্নাতেই প্রশিক্ষণ চলছে সুহানার। বাবা শাহরুখ খানও থাকছেন কিছু কিছু সেশনে। বিশ্বমানের ট্রেনারদের অধীনে তাঁদের প্রশিক্ষণ চলছে।

এর আগে ভারতের আরেক সংবাদমাধ্যম জুম এক প্রতিবেদনে জানিয়েছিল, এপ্রিল থেকে শাহরুখ এবং সালমান খান তাঁদের টাইগার ভার্সেস ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন। যদি সেটা হয় তাহলে কি এক মাসেই সিনেমাটির কাজ শেষ করে তিনি কিংয়ে হাত দেবেন? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও পিঙ্কভিলা আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ এর ডিসেম্বর থেকে শাহরুখ আগে ‘পাঠান ২’ এর কাজ শুরু করবেন। তারপর এক বছরের বিরতি দিয়ে ২০২৬ সাল থেকে শুরু হবে টাইগার ভার্সেস পাঠান সিনেমার কাজ।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন