হোম > বিনোদন > বলিউড

শাহরুখের ‘ডানকি’র জন্যই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’

বিনোদন ডেস্ক

‘জিরো’ সিনেমার ব্যর্থতার চার বছর পর ‘পাঠান’ দিয়ে স্মরণীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান, এরপর মুক্তি পায় ‘জওয়ান’। দুই সিনেমা মিলে আয় দুই হাজার কোটি রুপিরও বেশি। এদিকে আবার ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘ডানকি’। তা নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এমন পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয়েছে ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার মুক্তি।

শ্রীরাম রাঘবনের পরিচালনায় তৈরি হয়েছে ‘মেরি ক্রিসমাস’। এতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। এর আগে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ১৫ ডিসেম্বর নতুন মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। তাও পিছিয়ে গেল।

প্রযোজনা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা এই সিনেমা অত্যন্ত ভালোবাসা আর নিষ্ঠা সহকারে তৈরি করেছি, এমনটা সবাই করে। যাই হোক, ২০২৩ সালের শেষ দুই মাসে পরপর এত ছবি মুক্তি পাচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে আমাদের ছবি ২০২৪ সালের ১২ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।’

উল্লেখ্য, নভেম্বর মাসের আর কোনও বড় রিলিজ নেই। কিন্তু ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে মুখোমুখি ভিকি কৌশল ও রণবীর কাপুর। কারণ ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে শাহরুখের ‘ডানকি’র পালা। বক্স অফিসে শাহরুখ যেভাবে দাপট দেখাচ্ছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছিল না ‘মেরি ক্রিসমাস’ টিম। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তি।

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

সেকশন