হোম > বিনোদন > বলিউড

হাজার কোটি রুপি দুর্নীতির মামলায় পুলিশি জেরার মুখে গোবিন্দ

বিনোদন ডেস্ক

হাজার কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউড অভিনেতা গোবিন্দর। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ভারতের ওডিশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোলার টেকনো অ্যালায়েন্স নামক কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে গোবিন্দকে। সেই পরিপ্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দ। আর সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ।

ওডিশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানিয়েছেন, ‘খুব শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বাইতে যাবে।’

গত জুলাই মাসে ওই কোম্পানির একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে কোম্পানিটির বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। এ বিষয়ে আধিকারিক জে এন পঙ্কজ আরও বলেন, ‘গোবিন্দ এ ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। আমাদের তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বলিউড সুপারস্টারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দর ম্যানেজার সাসি সিনহা বলেন, ‘এ ঘটনার সঙ্গে অভিনেতার কোনো যোগাযোগ নেই। একটি কোম্পানির ইভেন্টে গোবিন্দ গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। অর্ধসত্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে।’

উল্লেখ্য, এ ঘটনায় একাধিক মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের শুরুতেই কোম্পানিটির ভারত ও ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেপ্তার করা হয়। এই দুজন ছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও আগস্টে গ্রেপ্তার করা হয়।

ওডিশা পুলিশ জানিয়েছে, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই কোম্পানি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে ১০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। এ ছাড়া উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন