Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

‘রাধে’ নিয়ে পাঁচ কথা

বিনোদন ডেস্ক

‘রাধে’ নিয়ে পাঁচ কথা

এক.

‘দাবাং ৩’–এর দেড় বছর পর সালমান খানের নতুন সিনেমা ‘রাধে’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। প্রথম দিনেই অনলাইনে সিনেমাটি দেখেছেন রেকর্ডসংখ্যক দর্শক (৪২ লাখ)। এতজন একসঙ্গে লগইন করায় জি ফাইভের সার্ভার মুখ থুবড়ে পড়েছিল।

দুই.

ভারতের সিনেমা হলে না এলেও, ‘রাধে’ মুক্তি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু সিনেমা হলে। প্রথম দুই দিনে অস্ট্রেলিয়ার ৬৯টি হল থেকে প্রায় ৫৫ লাখ এবং নিউজিল্যান্ডের ২৬টি হল থেকে প্রায় ১০ লাখ টাকা আয় করেছে ‘রাধে’।

‘রাধে’ সিনেমায় সালমান খান ও দিশা পাটানি। ছবি: ইনস্টাগ্রাম

তিন.

সিনেমা মুক্তির আগে সালমান খান সবাইকে অনুরোধ করেছিলেন, পাইরেসির সাহায্য় নিয়ে না দেখতে। কিন্তু পাইরেসিতে সয়লাব হয়ে গেছে। এ নিয়ে খেপেছেন সালমান। টুইট করে জানিয়েছেন, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

চার.

‘রাধে’ দেখে হতাশ বেশির ভাগ দর্শক। আইএমডিবিতে ‘রাধে’র রেটিং নেমে দাঁড়িয়েছে ১.৯-এ। ভোট দিয়েছেন ৭৪ হাজারেরও বেশি দর্শক।

পাঁচ.

সিনেমার এক দৃশ্যে মেয়েদের একটি ডিপ নেক কাটের শর্ট ড্রেসে দেখা গেছে জ্যাকি শ্রফকে। তাঁর এই রূপ মেনে নিতে পারেননি জ্যাকি-ভক্তরা। ওই দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও তুলেছেন প্রশ্ন তাঁরা।

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ