বিনোদন ডেস্ক
‘ডন থ্রি’-তে রনবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। আজ মঙ্গলবার এক্সে (টুইটার) কিয়ারার যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে রোমাঞ্চিত কিয়ারা আদভানি। চেয়েছেন ভক্তদের সমর্থন ও ভালোবাসা।
নিজের এক্স হ্যান্ডেলে কিয়ারা লিখেছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাইছি।’ ক্লিপটি এক্সে পোস্ট করেছেন ফারহান আখতার নিজেও। লিখেছেন, ‘ডন ইউনিভার্সে কিয়ারাকে স্বাগতম।’
বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ান বলিউড বাদশা শাহরুখ খান। কারণ হিসেবে তিনি তখন জানান, এই চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। এরপরই ২০২৩ সালের আগস্টে ফারহান জানান হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাতে রণবীর সিং নতুন ডন চরিত্রে হাজির হবেন।