হোম > বিনোদন > বলিউড

দুই সিনেমার শুটিংয়ে লক্ষ্ণৌ অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিংয়ের জন্য তিনি গতকাল পৌঁছলেন লক্ষ্ণৌ। এই শহরে দুই বছর আগেই ‘গুলাবো সিতাবো’ সিনেমার শুটিং করেছিলেন বিগ বি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লক্ষ্ণৌয়ে শিঘ্রই অমিতাভ বচ্চন পরিচালক সুজিত সরকারের পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। এরইমধ্যে তিনি সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ সিনেমার শুটিংও শেষ করবেন। বর্তমানে ‘উঁচাই’ সিনেমার শুটিং চলছে।

অমিতাভ বচ্চন নিজের ব্লগে বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লাইট থেকে। ছবির সঙ্গে ক্যাপশনে শুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন অভিনেতা। যদিও সিনেমার নাম ও শুটিং লোকেশন শেয়ার করেননি তিনি।

ক্যাপশনে লেখেন, ‘আরও একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সোজা সেটে এবং এখন ফিরলাম। কাল অনেক সকালে কল রয়েছে।’

এই সিনেমার কলাকুশলী থেকে শুরু তরে তাঁদের চরিত্র, মেকআপ সবকিছুতেই থাকবে চমক। অমিতাভ বচ্চনের ব্লগেই আভাস মিলল তার।

ইনস্টাগ্রামেও বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘ট্রাভেলড অ্যান্ড পিঙ্কড আপ... নতুন দিন, নতুন ছবি, নতুন শেখা... প্রত্যেক দিন।’

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র