বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিনেত্রীর দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেছেন। গতকাল শনিবার গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনার অভিযোগ।
আবার ওই নারীদের থেকে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাদের ধাক্কা দিয়েছেন। তারা আরও দাবি করেছেন, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে পুরো ঘটনা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি রাজ তিলক রোশন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অভিনেত্রীর ড্রাইভার গাড়ি পার্ক করছিলেন। সেই সময় অন্যদিক থেকে ওই তিন নারী আসছিলেন। গাড়িটি তাঁদের ধাক্কাও দেয়নি, তা সত্ত্বেও তাঁরা গাড়িটিকে উদ্দেশ্য করে চিৎকার করতে শুরু করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেটা ধীরে ধীরে আরও খারাপ দিকে যায়, শুরু হয় ঝগড়া। এ সময় রাভিনাও গাড়ি থেকে নেমে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।’