গত সপ্তাহে রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। কয়েক দিন ধরেই চলেছে তাঁদের বিয়ের উৎসব। গতকাল রোববার সন্ধ্যায় পরিণীতি তাঁদের বিয়ের বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সাধারণ রীতি মেনে যেভাবে প্রি-ওয়েডিংয় হয়, রাঘব-পরিণীতির অনুষ্ঠান এর ধারেকাছেও ছিল না।
দুই পরিবারের সবাই মিলে মিউজিক্যাল চেয়ার, চামচে লেবু রেখে দৌড়, তিন পায়ে দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে ক্রিকেটও খেলা হয়েছে। বরপক্ষের হয়ে দেখা গেছে রাঘবের বন্ধু ও ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংকে।
চাড্ডা ভার্সেস চোপড়া। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের আগে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। দুই পরিবারের সদস্যরা চাড্ডা গ্রুপ ও চোপড়া গ্রুপে ভাগ হয়ে গিয়ে একাধিক খেলা খেলেন। পরিণীতি নিজেই ইনস্টাগ্রামে সেই খেলার ঝলক শেয়ার করে এ কথা জানিয়েছেন।
পরিণীতি ছবি শেয়ার করে লিখেছেন, ‘জেতা-হারার চেয়ে বেশি ছিল দুই পরিবারের যোগসাধন, মজা, হাসি, আনন্দের মুহূর্ত। চাড্ডা-চোপড়া পরিবারের এই মহারণে দুই পক্ষই জয়ী অন্তত হৃদয় জয় করার ক্ষেত্রে।’ ক্যাপশনের সঙ্গে প্রকাশ করা ছবিতে ক্রিকেটার হরভজন সিং, পরিণীতির শাশুড়ি এবং রাঘবের পদক জয়ের মুহূর্তও শেয়ার করেন পরিণীতি।
ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে রাঘব চাড্ডা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কখনোই ভাবিনি যে এমন উপহার পাব, তবে আমি অনুমান করতে পারি আমার গায়িকা স্ত্রী আমাকে অবাক করে দিতে ভালোবাসে! আমি সত্যিই অভিভূত। আপনার কণ্ঠ এখন সাউন্ডট্র্যাক হয়ে উঠেছে আমার জীবনে, ধন্যবাদ মিসেস চাড্ডা। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ মনে করি যে আপনাকে পাশে পেয়েছি।’
বিয়ের ছবি শেয়ার করে পরিণীতি লিখেন, ‘সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।’
উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তার পরে গায়েহলুদ, সংগীত ও মেহেন্দি। রাঘব ও পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। সংগীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যানডি ফ্লসের কাউন্টারও।
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।