Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

আদালতে জ্যাকি শ্রফ

বিনোদন ডেস্ক

আদালতে জ্যাকি শ্রফ

নিজেদের জনপ্রিয় সংলাপে স্বত্বাধিকার প্রয়োগ করে এর যথেচ্ছ ব্যবহার ইদানীং বন্ধ করছেন অনেক তারকাই। এবার একই কারণে আদালতে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটি পিটিশন জমা দিয়েছেন অভিনেতা, যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া তাঁর নাম, পছন্দ-অপছন্দ কিংবা তাঁর জনপ্রিয় সম্বোধন কেউ ব্যবহার করতে পারবেন না।

বেশ কিছু প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফরমের বিরুদ্ধে মামলাও করেছেন জ্যাকি শ্রফ। আজ, বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

অভিনেতার পক্ষে তাঁর আইনজীবী জানিয়েছেন, জ্যাকির নাম ও কণ্ঠস্বর ব্যবহার করে একাধিক আপত্তিকর মিম ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বাজারে। শুধু ‘বীরু’ই নয়, ‘জহ্নু দাদা’ বা অভিনেতার অন্য নাম নিয়ে যাঁরা এই অপব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছেন জ্যাকি।

উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা অনিল কাপুরকেও এ ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল। ‘ঝাক্কাস’ শব্দটির যত্রতত্র প্রয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন অনিল। অমিতাভ বচ্চনও নিজের কণ্ঠস্বরের স্বত্বাধিকার রক্ষায় আইনি সাহায্য নিয়েছেন। এবার সেই দলে যোগ হলো জ্যাকির নামও।

ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার

প্রাণ বাঁচাতেই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দ

সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে রাতভর খোঁড়াখুঁড়ি

বিচ্ছেদের ব্যথা ভুলে আবার কাছে এলেন শাহিদ-কারিনা

আমির খানের সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন