হোম > বিনোদন > বলিউড

কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে শাহরুখকন্যাকে অমিতাভের ধমক

বিনোদন ডেস্ক

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।

কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?

উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’

এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।

সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।

সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’

রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’

এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।

উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন