বিনোদন ডেস্ক
তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। শিগগিরই মুক্তি পাবে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ শিরোনামের সিনেমা। এতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রবি কিষাণ। তবে সম্প্রতি কিরণ জানিয়েছেন, রবি কিষাণ নন এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমির খানের।
সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও আরও জানিয়েছেন, এই চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন আমির খান। কিন্তু না, ওই চরিত্রের জন্য বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ।
দ্য উইক-এর সাক্ষাৎকারে কিরণ রাওকে জিজ্ঞেস করা হয়, আমিরের ‘লাপাতা লেডিস’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার কথা ছিল, সত্যি কি? এ কথা শুনেই হেসে ফেলেন কিরণ রাও। বলেন, হ্যাঁ। কিরণ বলেন, ‘আসলে আমিরের মনোহরের চরিত্রে অভিনয় করা উচিত কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যে চরিত্রে এখন রবি কিষাণ অভিনয় করেছেন। তবে আমিরের চরিত্রটি বেশ পছন্দ ছিল। ও বলেছিল, ও সত্যিই ওই চরিত্রে অভিনয় করতে চায়।’
কিরণের কথায়, ‘আমি মনে করি, রবি এই চরিত্রে চমক নিয়ে এসেছেন। এটা আপনারাও ভাবতে পারবেন না, যে উনি এই চরিত্রের জন্য কী করেছেন! আর এ বিষয়ে আমিরও সহমত, যে রবি ওই চরিত্রের জন্য ওর থেকেও বেশি উপযুক্ত। আসলে আমির নিজেও ভাবে যে দর্শকেরা আসলে ওই চরিত্রের কাছ থেকে কী প্রত্যাশা করবে। আমির তাই নিজেই বলেছিল, এই চরিত্রের সঠিক মূল্যায়ন ও করতে পারবে না।’