Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? নিজেকে প্রমাণ করতে হাজির ‘টাইগার’ সালমান

বিনোদন ডেস্ক

বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? নিজেকে প্রমাণ করতে হাজির ‘টাইগার’ সালমান

অবশেষে সব অপেক্ষার অবসান! আজ বুধবার প্রকাশ্যে এসেছে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমার টিজার। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ তে এক ঝলকে নজর কেড়েছেন বলিউড ভাইজান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। আজ প্রযোজক যশ চোপড়ার জন্মদিনে টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। এরপর ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।

টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। গত ২০ বছর ভারতকে রক্ষা করতে নিজের সবকিছু দিয়েছি। এর বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার বিশ্বাসঘাতক। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি আপনাদের শত্রু।’

‘টাইগার ৩’ এর টিজারে সালমান খান। ছবি: সংগৃহীতএরপর সালমানকে বলতে শোনা যায়, ‘গত ২০ বছর সার্ভিস দেওয়ার পরও ভারত থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে হচ্ছে। আমার সন্তানকে আমি কিছুই বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’

‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।

প্রসঙ্গত, সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির

অভিনেতা হতে চাননি সালমান

অভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কিসের ইঙ্গিত

গরুর মাংস ছুঁয়েও দেখেন না সালমান খান, কেন

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা