হোম > বিনোদন > বলিউড

রণবীরের কোন স্বভাবে ক্ষেপে যান দীপিকা

একটি নয়, স্বামী রণবীর সিংকে নিয়ে দুটি গুরত্বপূর্ণ তথ্য জানালেন বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের কোন স্বভাব দেখে রেগে যান এবং কোনটি বিশেষভাবে ভালো লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘সত্যি কথা বলতে রণবীরের উপর ক্ষেপে যাবো এমন কোনও কিছু ও সাধারণত করে না। তবে হ্যা, খুব তাড়াতাড়ি খাবার খায়। এমনও হয়, ডিনার করতে বসেছি আর অর্ধেক খাওয়াও হয়নি। ওদিকে নিজের পুরো খাবার ততক্ষণে শেষ করে ফেলেছে রণবীর! তাতে বড্ড বিরক্ত হই। এছাড়া তেমন কিছু করে না রণবীর।’

তবে রণবীরের একটা ব্যাপার ভীষণ পছন্দও করেন এই অভিনেত্রী। বলেন, ‘রণবীরের যে ব্যাপারটি আমার সবচেয়ে পছন্দ তা হলো ও আবেগপ্রবণ। আর ভালোবাসার মানুষগুলোর যত্ন প্রতিদিন নিতে পারে। রণবীরের এই স্বভাবের জন্যেই ওর প্রেমে প্রতিদিন পড়ি।’

অন্যদিকে, সুযোগ পেলে বউয়ের প্রশংসা করতে হাতছাড়া করেন না রণবীর, তেমনই দীপিকার সিনেমার প্রচারেও কোনও কমতি রাখছেন না রণবীর। বুধবার প্রকাশ হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার ছবি ‘গেহরাইয়া’র নতুন গান ‘বেকাবু’। সেই গান চালিয়েই গাড়িতে নাচছিলেন রণবীর-দীপিকা। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন দীপিকার স্বামী।

পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘সব কুল কিডসরা আপতত এটাই করছে!’ সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘বেকাবু’ আর ‘গেহরাইয়া’। পোস্টে কমেন্ট করেছেন দীপিকা। বলেন, ‘আমার সবচেয়ে বড় চিয়ারলিডার! আই লাভ ইউ’।

আজ (শুক্রবার) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘গেহরাইয়া’।

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র