Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

‘ক্র্যাক’ সিনেমায় জ্যাকুলিনকে সরিয়ে মূল চরিত্রে নোরা

বিনোদন ডেস্ক

‘ক্র্যাক’ সিনেমায় জ্যাকুলিনকে সরিয়ে মূল চরিত্রে নোরা

সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতির সঙ্গে নিজেদের নাম জড়ানোর পর থেকেই নোরা ফাতেহি ও জ্যাকুলিনের দা–কুমড়া সম্পর্ক। কয়েক দিন আগেই নোরা ফাতেহির নামে আদালতে মামলা করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সেই উত্তেজনা পৌঁছে গেছে কাজের জায়গাতেও। জ্যাকুলিনকে সিনেমা থেকে সরিয়ে তাঁর জায়গা নিয়ে নিয়েছেন নোরা। প্রথমবার বলিউডে প্রধান নারী চরিত্রে সুযোগ পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’-তে কাজ করার কথা ছিল জ্যাকুলিনের। সেই ছবিতে তাঁকে সরিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা ফাতেহি। এই সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপালের। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন হিরো ফিল্মসের পরিবর্তে টি সিরিজের হাতে যেতেই বাদ পড়েন জ্যাকুলিন।

গত বছরের অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন জ্যাকুলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকুলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি সিরিজের হাতে দায়িত্ব হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকুলিন।

নোরা ফাতেহি‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশ রেশমিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন। ‘ক্র্যাক’ ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কমান্ডো ৩ ’-এর পর বিদ্যুতের সঙ্গে আদিত্যের দ্বিতীয় কাজ।

জ্যাকুলিন ফার্নান্দেজসুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি জালিয়াতি মামলায় ফেঁসেছিলেন জ্যাকুলিন, নোরা। তবে নোরা প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, তাকে ফাঁসানো হয়েছে। আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন নোরা।

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে

বলিউড ছেড়ে সন্ন্যাসী হওয়া মমতা কুলকার্নিকে ‘মহামণ্ডলেশ্বর’ পদ থেকে অব্যাহতি

আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির

অভিনেতা হতে চাননি সালমান

অভিনয় ছাড়ছেন অমিতাভ? এক্স হ্যান্ডলে কিসের ইঙ্গিত