হোম > বিনোদন > বলিউড

কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় পোশাকে দ্যুতি ছড়ালেন সারা

বিনোদন ডেস্ক

গতকাল মঙ্গলবার পর্দা উঠল ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের। প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের তারকারা হাঁটবেন কানের লাল গালিচায়। গতকাল প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ভারতীয় পোশাকে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। 

কান চলচ্চিত্র উৎসব থেকে বেশ কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা। অভিনেত্রীর বেশ কিছু ছবি অনলাইনে ইতিমধ্যে ভাইরাল। সারা এদিন আইভরি লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ট্রেলসহ দোপাট্টা। ম্যাচিং কানের দুল আর ব্রেসলেটও পরেছিলেন তিনি।

ইনস্টাগ্রামের মন্তব্যের ঘরে প্রশংসা কুড়াচ্ছেন সারা। একজন মন্তব্য করেছেন ‘সারার মধ্যে সব সময় ওর দেশের প্রতি টান ফুটে উঠে। ওর পোশাকও দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরো পতৌদির রাজকুমারীর ভাব আসছে তাঁর পোশাক থেকে।’ তৃতীয়জন লিখেছেন, ‘সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।’

আবু জানি ও দীপক খোসলার ডিজাইনের লেহেঙ্গা পরেছিলেন এদিন সাইফকন্যা সারা। লাল গালিচায় কথা বলার সময় সারা সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যালো এবং নমস্তে, আমি কিছুটা নার্ভাস। আমি সব সময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না এখানে আছি।’ সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে তিনি বলেন, ‘এটি আবু ও সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সব সময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ববোধ করি। এটি সব সময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।’

কানে যাওয়ার আগেই মুক্তি পেয়েছে সারা ও ভিকি কৌশলের ‘জারা হটকে জারা বচকে’ সিনেমার ট্রেলার। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর সিনেমা ‘এ ওয়াতান মেরে ওয়াতান’।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এবারের আসরের পর্দা ওঠে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা পেয়েছে ২১টি সিনেমা, এর মধ্যে রেকর্ড সাতটির পরিচালক নারী। প্রথম দিনে প্রদর্শিত হয় জনি ডেপের সিনেমা জঁ দ্যু বেরি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এই ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিকশ্চা অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন