Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

অ্যাটলির সিনেমায় একসঙ্গে সালমান-রজনীকান্ত-কমল হাসান

অনলাই ডেস্ক 

অ্যাটলির সিনেমায় একসঙ্গে সালমান-রজনীকান্ত-কমল হাসান
অ্যাটলির সিনেমায় একসঙ্গে সালমান, রজনীকান্ত ও কমল হাসান

দক্ষিণী পরিচালক অ্যাটলি মানেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা। গত বছর শাহরুখের ‘জওয়ান’-এর প্রমাণ। এবার অ্য়াটলির সঙ্গে জুটি বাঁধলেন বলিউডের সুপারস্টার সালমান খান। অ্য়াটলির সিনেমায় দেখা যাবে ভাইজানকে। শুধু তাই-ই নয়, ভাইজানের সঙ্গে রজনীকান্ত, কমল হাসানকেও দেখা যাবে এমন খবর শোনা যাচ্ছে।

জানা গেছে, সালমান খান, রজনীকান্ত, কমল হাসানকে অ্য়াটলির নতুন সিনেমায় এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যে এই তিন তারকার চিত্রনাট্য পড়া শেষ। এমনকি অন্যান্য কাস্টিং কাজও শুরু হয়ে গেছে। নতুন বছরেই শুরু হবে সিনেমার কাজ। এমনকি সিনেমার জন্য সালমান একেবারেই রাজি। তবে এখনো রজনীকান্ত ও কমল হাসান নিশ্চিত করেননি। তবে অ্যাটলি ঘনিষ্ঠ সূত্র বলছেন, রজনী বা কমলের মধ্যে কেউ একজন হ্যাঁ করলেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। জওয়ান-২ হিসেবেই নাকি তৈরি হচ্ছে সিনেমাটি। এমনকি, নামও নাকি রাখা হবে তাই।

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যাটলির প্রযোজনায় ‘বেবিজন’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকি শ্রফ। ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমার ট্রেলার। এরই মধ্যে নতুন ছবির ঘোষণা করে ফেললেন অ্য়াটলি।

সালমান এখন ব্যস্ত রয়েছে তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। এই সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেঠিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি তিনিও রয়েছেন প্রযোজনায়।

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

নিজের নামে মন্দিরের দাবি, ঊর্বশীকে নিয়ে সমালোচনার ঝড়

সংগীতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সতর্ক করলেন এ আর রাহমান

গুজরাট থেকে সালমানকে হুমকিদাতা যুবক আটক

শাহরুখ–সালমানরা কি নামাজ–রোজা করেন, যা জানালেন ফারাহ খান

আমি আর নেহা কাক্কারের বোন নই, সোনুর পোস্ট

কৃষ ফোরে হৃতিকের সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে যে অভিনেত্রীদের একাধিক প্রেম হলো, বিয়েথা করলেন না

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

বাধার মুখে ফাওয়াদ-বাণীর ‘আবীর গুলাল’