শাহরুখ খানকে আপাতত আর ডন চরিত্রে দেখা যাবে না। তাঁর জায়গায় নতুন ডন হয়ে আসছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ডন ফ্র্যাঞ্চাইজির গত দুই সিনেমাতে শাহরুখ খানকে দেখা গিয়েছিল নাম ভূমিকায়। দর্শকদের থেকে বিপুল সাড়াও পেয়েছিল ছবি দুটি। কিন্তু রণবীরকে শাহরুখের জায়গায় নতুন ডন হিসেবে ঘোষণা করার পর থেকেই অনেকেই সেটা মানতে পারছেন না।
বলিউড বাদশাহর ভক্তরা ইতিমধ্যে বয়কটের স্লোগান তুলেছেন, বিরক্তি প্রদর্শন করেছেন। কিন্তু পরিচালক কেন হঠাৎ করে শাহরুখ খানকে সরিয়ে রণবীরকে নিতে গেলেন ডন হিসেবে? যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন নির্মাতা ফারহান আখতার।
তিনি জানিয়েছেন, শাহরুখ ও ফারহান আখতারের সম্মতিতেই এ সিদ্ধান্ত এসেছে। তাঁর কথায়, ‘এখানে কাউকে রিপ্লেস করার কথা চিন্তা করা যায় না। তবে শাহরুখের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, আমি গল্পটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দুজনের মতের মিল হচ্ছিল না। তাই সব দিক বিবেচনা করে, ভালোর জন্যই আমরা দুজনে প্রজেক্টটি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’