Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

আম্বানির অনুষ্ঠানে শাড়িতে মাতালেন হলিউড তারকারা

বিনোদন ডেস্ক

আম্বানির অনুষ্ঠানে শাড়িতে মাতালেন হলিউড তারকারা

গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।

 একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরালশুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা। 

শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়াগতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। 

স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকেশাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।

সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজিঅন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি। 

স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।

হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে