হোম > বিনোদন > বলিউড

আর্থিক অনটনে কেটেছে কারিশমা-কারিনার শৈশব

কারিনা কাপুর এবং কারিশমা কাপুর বড় হয়েছে আর্থিক অনটনে। কারিশমার ১৪ এবং কারিনার ৮ বছর বয়সেই তাঁদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মা ববিতা কাপুরের সঙ্গে আলাদা থাকতেন কারিশমা এবং কারিনা। তার আগে পর্যন্ত রণধীরের কথায়, তাঁর রোজগারেই সংসার চলত। সেই প্রসঙ্গেই তিনি এখনকার দিনের তারকাদের আর্থিক অবস্থার সঙ্গে সত্তর দশকের তারকাদের তুলনা করলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণধীর বলেন, ‘আমাদের সময়ে বছরে মাত্র একটি ছবি করলে সংসার টানা কঠিন হয়ে যেত। সে যত বড়ই স্টার হোক। ছবিতে অভিনয় করে যা রোজগার করতাম আমি, সেই দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ চলত।’ সেই প্রসঙ্গে তিনি বলেন, কারিশমা-কারিনার পড়াশোনা, বাড়ির বৈদ্যুতিক খরচ, তাঁর স্ত্রীর বিভিন্ন খরচ এবং নিজের দামি মদের জোগানের জন্য রক্ত জল করা পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

রণধীর তাঁর ও ববিতার বিচ্ছেদের কারণ নিয়ে বলেন, ‘আমি বেশি মদ্যপান করতাম, রাত করে বাড়ি ফিরতাম বলে ববিতার সমস্যা হত। ওই বয়সে আমি ওর মতো জীবনযাপন করতে পারিনি। আবার আমাকে আমার মতো করে মেনে নিতে পারেনি ববিতা। তাই আলাদা হয়ে যাওয়াটাই আমাদের জন্য সুখকর হয়েছিল।’

এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, বিচ্ছেদের পর মায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর কাপুর পরিবারের থেকে কোনও রকম আর্থিক সাহায্য পাননি তাঁরা।

কারিনা বলেছিলেন, ‘আমার মা সব সময় কোনও না কোনও কাজ করতেন। একা আমাদের মানুষ করেছেন। মায়ের একটা রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। তার সঙ্গেই আরও অন্যান্য ছোট ব্যবসা ছিল। খুব কঠিন সময় গিয়েছে। এসব নিয়ে মায়ের কঠিন সময় দেখেছি আমরা দুইবোন। অনেক সময় ব্যবসায় ধ্বস হয়েছে। আমরা আর্থিক টানাপোড়েনেও পড়েছি।’

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র