অনেক দিন ধরে বাহু ও কাঁধের সমস্যায় ভুগছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। অনেক দিন ধরে চালিয়েছেন চিকিৎসা। কিন্তু ব্যথা না কমায় চিকিৎসকেরা শেষমেশ অস্ত্রোপচারকেই সমাধান রাস্তা হিসেবে বেছে নেন তিনি। এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার সাইফের বাহুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর থেকে দুশ্চিন্তায় ছিলেন সাইফ আলী খানের ভক্তরা। অবশেষে আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামের স্টোরিতে সাইফ আলী খান লিখেছেন, ‘আমার প্রতি যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আপনারা প্রকাশ করেছেন তাতে আমি কৃতজ্ঞ।’
সাইফ কাঁধ ও বাহু ও হাঁটুতে চোট পান শুটিং করার সময়ে। এর আগেও হিন্দি সিনেমার এই নায়ক শুটিং স্পটে বেশ কয়েকবার আহত হয়েছেন। ‘রঙ্গুন’ সিনেমার শুটিংয়ের সময় সাইফের হাত আঙুলে এতটাই গুরুতর আঘাত লেগেছিল যে দেরি না করে সে সময় দ্রুত অস্ত্রোপচার করাতে হয়েছিল।