বিনোদন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। গতকাল শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির। তাঁর বোন সবিতাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের দিকে আসার পথে তাঁর বোন এবং ভগ্নিপতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন পঙ্কজের বোন এবং তাঁর স্বামী। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা সড়কের ওপর আচমকা গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। যাতেই গুরুতর দুর্ঘটনাটি ঘটে।
এ সময় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করে স্থানীয়রা। এরপর তাঁদের ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন।