বিনোদন ডেস্ক
বলিউড পাড়ায় আবার বাজছে সানাই। আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা জুটির বাগদানের অনুষ্ঠান। যদিও এ প্রসঙ্গে দুজনের কেউই এখনো মুখ খোলেননি মিডিয়ার সামনে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাঁদের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতিমধ্যে মুম্বাইয়ে অভিনেত্রীর বাড়ির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়েছে। দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউসে অনুষ্ঠিত হবে পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হবে আংটি বদল। সর্বশেষ খবর অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে উড়ে আসবেন স্বামী নিক জোনাস ও কন্যা মালতি ম্যারিকে নিয়ে। এ ছাড়া বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর ও টেনিস তারকা সানিয়া মির্জাও উপস্থিত থাকবেন।
বাগদানে পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অন্যদিকে রাঘবের পরনে থাকবে পবন সচদেবের নকশায় একটি শেরওয়ানি। এখন শুধু অপেক্ষার পালা, কখন তাঁরা বাগদানের সাজে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদের পরস্পরের কাছে টেনেছিল।