হোম > বিনোদন > বলিউড

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের ২৯ বছর, আবেগঘন সুস্মিতা

বিনোদন ডেস্ক

ভারতের প্রথম সুন্দরী হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে তাঁর মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’ বা বিশ্বসুন্দরীর মুকুট। বিশেষ দিনটিকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।

আজ রোববার সকালে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন ক্যাপশন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ছবিটা ঠিক ২৯ বছরের পুরোনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশ গুপ্তর তোলা। ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দী করেছিলেন। মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম। আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’

সুস্মিতা সেন এ প্রতিযোগিতায় জিতেছিলেন বিশ্বের আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।

সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে আরও লেখেন, ‘মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করা ও খেতাব জেতা এতই সম্মানের, যে ২৯ বছর পরও আনন্দে চোখে জল চলে আসে। আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদ্‌যাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।’

এ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরে যেতে থাকে তাঁর পোস্টের মন্তব্যের ঘর। ক্যাপশনের শেষ অংশে সুস্মিতা লিখেছেন, ‘সমস্ত ভালোবাসা, ভালো লাগা ও সবচেয়ে মিষ্টি বার্তাগুলোর জন্য ধন্যবাদ। সব সময় উদ্‌যাপন করি! অনেক ভালোবাসা! দুগ্গা দুগ্গা।’

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন