ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। এদিকে গত কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ এনেছেন একাধিক কর্মী। জানা গেছে, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। আলোচনার মাঝেই বলিউড হাঙ্গামার খবর, বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন। ২৫০ কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন বাসু ভগনানি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
কোভিড মহামারির পর ‘বেল বটম’ সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র ৫০ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা ‘মিশন রানীগঞ্জ’। সিনেমাটিতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি।
এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় ‘গণপথ’ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন অভিনীত সিনেমার বাজেট ছিল প্রায় ১৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ১৩ কোটি রুপি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চুক্তি করেও সিনেমাটি কেনেনি।