Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

জ্যাকলিনের আক্ষেপ, উত্তর চাইলেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জ্যাকলিনের আক্ষেপ, উত্তর চাইলেন

একের পর এক নেতিবাচক প্রতিবেদন! কেন সবাই তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে? এত বিদ্বেষ কিসের! বুঝতে পারছেন না জ্যাকলিন ফার্নান্দেজ। কিছুটা আক্ষেপ নিয়ে বললেন, ‘আমি কী ভুল করেছি?’ জানালেন, তিনি নিজেকেই প্রশ্নটা করছেন। মানসিকভাবে তিনি খুব ভেঙে পড়েছেন বলেও জানান এই নায়িকা।

অবৈধ টাকা পাচারকারি সুকেশ চন্দ্রশেখর বহু অভিযোগে অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর সঙ্গেই জ্যাকলিন সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কালো টাকায় কেনা মূল্যবান উপহার সুকেশ তাঁকে দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি বলেছিলেন, “আমি বর্তমানে একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি নিশ্চিত যে, আমার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন। আমার গোপনীয়তায় হস্তক্ষেপ না করলে খুশি হব।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। বললেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’

জ্যাকলিন ফার্নান্দেজতবু জ্যাকলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।

কিচ্ছা সুদীপের সঙ্গে ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন। সিনেমাটি ভালো ব্যবসাও করছে। মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিংহ এবং পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমা।

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

ডিডিএলজে সিনেমার ৩০ বছর উদ্‌যাপন করবে ব্রিটিশ রেলওয়ে