হোম > বিনোদন > বলিউড

সাইফ পুত্র ইব্রাহিমের প্রথম চলচ্চিত্রে কাজল

বিনোদন ডেস্ক

সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই খবর কিছুদিন আগেই শোনা গিয়েছিল। করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে বোমান ইরানির ছেলে কায়োজের। নাম ঠিক না হওয়া সিনেমাটির ব্যাপারে এবার এল নতুন আরেক তথ্য। শোনা যাচ্ছে, এতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, করণ জোহরের পরবর্তী প্রযোজনায় স্বাক্ষর করেছেন কাজল। এতে ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন এই অভিনেত্রী। সিনেমাটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা হবে বলে দাবি করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরও জানা যায়, কাজল এতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করবেন।

কাজল এর আগে ইব্রাহিমের বাবা সাইফ আলী খানের সাথে ‘দিল্লাগি, ‘হামেশা, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই প্রথমবারের মতো সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজ করবেন তিনি। ইব্রাহিম অবশ্য এর জন্য অনেক আগে থেকেই প্রস্তুতিও শুরু করেছেন। এদিকে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’-এর ১২ বছর পর করণ জোহর ও কাজল একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

বর্তমানে কারণ জোহরের পরিচালনায় তাঁর আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। 

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন