হোম > বিনোদন > বলিউড

মারা গেলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। ৯১ বছর বয়সে আজ রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরামের এক যৌথ বিবৃতির বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম ওই বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। আজ বেলা ৩টার দিকে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।

কয়েক দিন আগেই মায়ের ৯০তম জন্মদিন পারিবারিকভাবে উদ্‌যাপন করেছিলেন মাধুরী। মায়ের সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি তখন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, লোকে বলে, মা এবং মেয়ে সব থেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’

একজন বিখ্যাত ও সফল অভিনেত্রী হওয়ার পরেও তাঁর প্রতি মা স্নেহলতা দীক্ষিতের আচরণ কীভাবে বদলায়নি তা বর্ণনা করে মাধুরী এক সাক্ষাৎকারে ই-টাইমসকে বলেছিলেন, ‘আমি যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখনো আমার রুম এলোমেলো হলে আমার মা আমাকে বকাঝকা করতেন। আমি এভাবেই বড় হয়েছি। এবং এখনো আমি এভাবেই আছি।’

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন