বিনোদন ডেস্ক
‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’ বিরতি পর্বের ইতি টানার খবর দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জিম পোশাকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তেমনটাই লিখেছেন অভিনেত্রী। এমন ঘোষণার পরই তাঁর অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁকে।
এক নেটিজেন লিখেছেন, ‘মাদার ইজ ব্যাক’। মেয়ে মালতী মেরি জন্মানোর পর তাকে সময় দিতেই বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। বর গায়ক নিক জোনাসের সঙ্গে সময় কাটানোর জন্যও বরাদ্দ করেছিলেন সময়টা।
কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ে দুই বছরে পা দিয়েছে। মেয়ে খানিক বড় হওয়ার পর এবার ফের পুরোদমে কাজে ফিরছেন, তাই যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।