বিনোদন ডেস্ক
মেয়ে রাহার জন্মের পর প্রথম প্রকাশ্যে এলেন রণবীর কাপুর। দাঁড়ি ও লম্বা চুলের নতুন এক দর্শনে সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন রণবীর কাপুর। সাদা শার্টের সঙ্গে নীল চেক স্যুট পরে রেড কার্পেটে হাঁটেন তিনি।
বলিউড কিং শাহরুখ খান, এ আর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার ও সোনম কাপুরও এর আগে এই উৎসবে অংশ নেন।
রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। রেড সি ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজেদের বিভিন্ন পোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাদের ছবি সাড়া ফেলেছে।