বিনোদন ডেস্ক
নতুন বছরটা যেন বলিউডের বিয়ের মৌসুম! কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠি থেকে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারা, অভিষেক পাঠক-শিবলিকা থেকে মানবী গাগরু-বরুণ কুমার এবং সর্বশেষ স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ—বলিপাড়ায় উদ্যাপনের পর্ব যেন চলছেই।
এবার বিয়ের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনেত্রী জানিয়েছেন, তিনি গাঁটছড়া বাঁধতে আগ্রহী, সঠিক মানুষটির অপেক্ষায় আছেন।
পরিণীতি বলেন, ‘আমাকে একটা ছেলে খুঁজে দিন। এরপর আমার ব্যক্তিগত জীবন সাজাব।’
বলিউডে সম্প্রতি বিয়ে হিড়িক পড়ে গেছে। এ নিয়ে পরিণীতি বলেন, ‘আমি আমার বন্ধুদের হাসি মুখ দেখে অনেক খুশি। যেদিন আমি আমার মানুষকে খুঁজে পাব এবং তাঁর প্রেমে পড়ব, সেই মানুষকেই আমি বিয়ে করতে চাই।’