বিনোদন ডেস্ক
চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তন। তারপরই ‘জওয়ান’ এসে গড়ল নতুন সব রেকর্ড। এবার পালা শাহরুখের ‘ডানকি’র। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা শেষে আসছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। তার মাঝেই এল সুখবর। ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
বলিউড বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর এক্সে একটি পোস্ট জানিয়েছেন, ‘ডানকি’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ‘‘ডানকি’’ কে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। একই সঙ্গে তিনি পোস্টে আরও জানিয়েছেন, সিনেমাটির সময়কাল ২ ঘণ্টা ৪১ মিনিট অর্থাৎ ১৬১ মিনিট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ডানকি’র প্রশংসায় পঞ্চমুখ সেন্সর কমিটি। কমিটির সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছে সিনেমাটি দেখে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
এদিকে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।