বিনোদন ডেস্ক
ফের বলিউড তারকা সালমান খান ও সোনাক্ষী সিনহার বিয়ের ভুয়া ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। মনে হচ্ছে সালমান-সোনাক্ষীর বিয়ের একটি ছবি নেটিজেনদের জন্য যথেষ্ট নয়। তবে দ্বিতীয় এই ছবি যে ভুয়া, তা সহজে শনাক্ত করতে পারবে যে কেউ। বলিউডের আরেক তারকা বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালালের বিয়ের ছবিতে ফটোশপ করে সালমান-সোনাক্ষীর মুখ বসানো হয়েছে। আসল ছবিটি বরুণ ও নাতাশার বিয়ের দিনের। ২০২১ সালের জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান-সোনাক্ষীর বিয়ের প্রথম ভুয়া ছবিটি ভাইরাল হয়। ফটোশপে এডিট করা সেই ছবিতে দেখা যায় বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন সালমান আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথি ভর্তি সিঁদুর।
এই ছবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সবার একটাই প্রশ্ন, চুপিসারে শেষ পর্যন্ত সোনাক্ষীকে বিয়ে করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তবে ছবিটি যে ভুয়া, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের।