Ajker Patrika
হোম > বিনোদন > বলিউড

সিনেমার ব্যবসা অনুযায়ী তারকাদের পারিশ্রমিক ঠিক করা উচিত: কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক

সিনেমার ব্যবসা অনুযায়ী তারকাদের পারিশ্রমিক ঠিক করা উচিত: কার্তিক আরিয়ান

করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।

মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।

কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার দৃশ্যে কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীততবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

মিকা সিংয়ের কত সম্পদ!

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

পরিবার নিয়ে মান্নাত ছাড়ছেন শাহরুখ

যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

আমিরের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল পাইরেসি!

কাপুর পরিবারে এখন সবচেয়ে ধনী আলিয়া

অমিতাভ বচ্চনের জামাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ