হোম > বিনোদন > বলিউড

‘কৃশ-৪’-এর শুটিং শুরু জুনে, চূড়ান্ত হয়নি নায়িকা

‘বিক্রম ভেদা’ ছবির বলিউড রিমেকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন ও সাইফ আলি খান। আর এদিকে হৃতিকের বাবা নির্মাতা রাকেশ রোশন ‘কৃশ-৪’-এর কাজ শুরুর পরিকল্পনা করেছেন। আগামী জুনেই এ ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

‘কৃশ-৪’ ছবির প্রডাকশনের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, ‘এই ছবির মূল নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতা রাকেশ রোশন। তবে এ বছরের জুন থেকে ‘কৃশ-৪’-এর শুটিং শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

এদিকে ব্যস্ত সময় পার করছেন হৃতিক রোশন। ‘বিক্রম ভেদা’র শুটিং শেষে আগস্ট থেকে ‘ফাইটার’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে তাঁর। ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন হৃতিক। এ বছরের শেষ দিকে শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ফাইটারের প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, টানা ১০০ দিন শুটিংয়ের কাজ করা হবে। আগামী বছরের ২৮ সেপ্টেম্বর ফাইটার রিলিজ হওয়ার কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৃশ-৪’ ছবিতে অনেক জটিল ও গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে হৃতিক রোশনকে। দৃশ্যায়নগুলো সময় সাপেক্ষ কাজ। সংগত কারণে ভালোভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রাকেশ রোশন। 

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র