বিনোদন ডেস্ক
ভারতীয় বক্স অফিসের অন্যতম সেরা বছর এটি। বছরজুড়ে ঐতিহাসিক বক্স অফিসের সাক্ষী থেকেছেন দর্শকেরা। বলিউড হোক বা দক্ষিণ ভারতীয় সিনেমা। বছরের শেষেও সেই ধারা অব্যাহতের ইঙ্গিত দিচ্ছে।
বছর শেষে দর্শকদের বড় উপহার শাহরুখ খানের কমেডি-ড্রামা ‘ডানকি’ ও দক্ষিণের সুপারস্টার প্রভাসের ক্রাইম-থ্রিলার ‘সালার’। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার অনুরাগীরা ইতিমধ্যেই লড়াইয়ে মেতেছেন। এক্স প্ল্যাটফর্ম যেন দুই তারকার ভক্তদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে ভারতের সিনেমা বাণিজ্য বিশ্লেষকরাও ছুটির মরসুমে বক্স অফিসে দুই তারকার জমজমাট লড়াই নিয়ে ভীষণভাবে আশাবাদী।
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ কমেডি-ড্রামা, সে হিসেবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সম্পূর্ণ ভিন্ন ঘরানার। অ্যাকশন ভরপুর সিনেমাটির জন্য অনেকেই আছেন মুখিয়ে। ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে সালারের জন্য যে একটু আলাদা জায়গা থাকবে, এ কথা বলাই যায়। বাণিজ্য বিশেষজ্ঞ শ্রীধর পিল্লাই জানিয়েছেন, সালার ইতিমধ্যেই ‘ডানকি’র চেয়ে কেরালাতে বেশি স্ক্রিন পেয়েছে। তাঁর মতে, শুধু কেরালা নয়, গোটা দক্ষিণ ভারতেই এমন হয়েছে।
তিনি বলেন, ‘কেরালায় সালার নিঃসন্দেহে এমন একটা জায়গা দখল করে থাকবে যা ভীষণই আশাপ্রদ। বিশেষ করে অ্যাকশন ফিল্ম হওয়ায়, প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন উভয়েরই অভিনয়ের ভক্ত সেখানে প্রচুর। প্রভাসের সিনেমা ওই রাজ্যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। অভিনেতা ইতিমধ্যেই ডানকির চেয়েও কেরালাতে বেশি স্ক্রিন পেয়েছেন। সমগ্র দক্ষিণ ভারতজুড়ে সালার ঝড়ও বলা চলে।’
এ ছাড়া, ‘ডানকি’ শুধুমাত্র হিন্দিতেই মুক্তি পেয়েছে এবং তা তামিল বা তেলুগুতে ডাবিং করা হয়নি। যা দক্ষিণ ভারতীয় দর্শকদের আকর্ষণ করার ক্ষেত্রে অনেকটাই কঠিন বলা চলে। আর অন্যদিকে ডানকি যেহেতু একটি পারিবারিক গল্পের, তাই অ্যাকশন সিনেমার তুলনায় হল বেশি পাওয়ার কথা নয়। দক্ষিণ ভারতীয় দর্শকদের পছন্দের তালিকায় সব সময় প্রথমদিকে অ্যাকশন কিংবা থ্রিলার ঘরানার সিনেমায় থাকে।
প্রসঙ্গত, চলতি বছরটা যেন শাহরুখময়। একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের মনজয় করেছেন শাহরুখ। পাঠান, জওয়ানের পর এবার অন্য ঘরানার সিনেমা ডানকি। তাতে কি প্রভাসের কাছে হেরে যাবেন শাহরুখ? তা সময় বলে দেবে।