নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে। বিয়ের মুহূর্তের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করছেন আলোচিত নবদম্পতি। আর তা প্রকাশের পরই রীতিমতো ভাইরাল, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ভক্তরা ভালোবাসা বিলিয়েছেন তাঁদের।
যে ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ে একজন আরেকজনের প্রেমে পড়েছিলেন, এবার বিয়ের ভিডিওর নেপথ্যেও ‘শেরশাহ’র গানই ব্যবহার করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানে বিয়ে সেরে মুম্বাইয়ে ফিরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর আজ শুক্রবার বিয়ের প্রথম ভিডিওটি পোস্ট করেন তাঁরা।
ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে গত মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিয়ারার পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা ও সবুজ পান্নার গয়না। আইভরি রঙের শেরওয়ানি ও মাথায় পাগড়ি বেঁধে ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে আসনে তখন সিদ্ধার্থ মালহোত্রা।