হোম > বিনোদন > বলিউড

চমকে ভরা শাহরুখের সিনেমা

বিনোদন ডেস্ক

শাহরুখ খানের বড় পর্দায় ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। আর সেই ফেরা যদি হয় কাজলের সঙ্গে জুটি বেঁধে, তাহলে কেমন হবে বলুন তো? শুধু কাজলই নন; শোনা যাচ্ছে, একই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ও তাপসী পান্নুকে। বলিউড গণমাধ্যম পিংকভিলা বলছে, পরিচালক রাজকুমার হিরানির পরের ছবিতে এই তারকাদের দেখা যাবে একসঙ্গে। ছবিতে থাকতে পারেন মনোজ বাজপেয়ি, বোমান ইরানির মতো অভিনেতারাও।

আর এমন কাস্টিং যদি হয়, তবে বলিউডের ইতিহাসে অন্যতম পাওয়া হতে চলেছে ছবিটি। শাহরুখ খান এই মুহূর্তে যশরাজ ফিল্মসের ব্যয়বহুল অ্যাকশন ছবি ‘পাঠান’-এর শুটিং করছেন। অন্যদিকে হিরানির ছবির প্রি-প্রডাকশন শুরু হয়ে গেছে।

একজন সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হবে সোশ্যাল কমেডি ঘরানার এই ছবি। শুটিং হবে ভারত ও কানাডায়। শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা কাজলের। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিদ্যা বালান ও তাপসী পান্নু। সাংবাদিকের চরিত্রে তাপসী আর একজন প্রশাসনিক কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।

রাজকুমার হিরানি আপাতত ছবির স্ক্রিপ্টের শেষ অংশের কাজ করছেন। ২০২২ সালের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, শাহরুখ খান ও কাজলকে একসঙ্গে ২০১৫ সালে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু বলিউডপ্রেমীদের কাছে এই দর্শকের টানই আলাদা। এখন অপেক্ষা অফিশিয়ালি এই ছবির ঘোষণার।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

সেকশন