বিনোদন ডেস্ক
শাহরুখ খানের বড় পর্দায় ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা। আর সেই ফেরা যদি হয় কাজলের সঙ্গে জুটি বেঁধে, তাহলে কেমন হবে বলুন তো? শুধু কাজলই নন; শোনা যাচ্ছে, একই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ও তাপসী পান্নুকে। বলিউড গণমাধ্যম পিংকভিলা বলছে, পরিচালক রাজকুমার হিরানির পরের ছবিতে এই তারকাদের দেখা যাবে একসঙ্গে। ছবিতে থাকতে পারেন মনোজ বাজপেয়ি, বোমান ইরানির মতো অভিনেতারাও।
একজন সাধারণ মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হবে সোশ্যাল কমেডি ঘরানার এই ছবি। শুটিং হবে ভারত ও কানাডায়। শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা কাজলের। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিদ্যা বালান ও তাপসী পান্নু। সাংবাদিকের চরিত্রে তাপসী আর একজন প্রশাসনিক কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।