বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ পাপারাজ্জিদের লেন্সবন্দি হয় সব সময়। ভক্তদের সঙ্গে বিমান বন্দরে তারকাদের যেমন দেখা যায় মেজাজ হারাতে, ঠিক তেমনি আবার দেখা যায় ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্তে। এবার বিমানবন্দরে ভক্তের প্রতি সালমান খানের ভালোবাসা দেখে অবাক হয়েছেন গেলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিওটিতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সালমানকে। বলিউড ভাইজানকে দেখেই দূর থেকে ছুটে আসেন এক খুদে ভক্ত। আর তাকে ফিরিয়ে দেননি সালমান খান। কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন। সালমানের পাশে দাঁড়িয়ে সে ঘটনায় শুধু তাকিয়েই দেখেছে তাঁর নিরাপত্তাকর্মীরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। ভাইজানের ব্যবহার নজর কেড়েছে নেটিজেনদের।