বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। রাজনীতিবিদকে বিয়ের পর এবার অভিনেত্রী জানিয়েছেন স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা।
গুজরাটের একটি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছিলেন পরিণীতি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হোন তিনি। তাঁর কাছে জানতে চাওয়া হয় অভিনেত্রীও কি এবার রাজনীতিতে আসবেন? উত্তরে তিনি জানান, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন রাজনীতির কিছুই জানি না। তাই আমার মনে হয় না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।’