হোম > বিনোদন > বলিউড

শাহরুখের সম্মতি পেলেই তৈরি হবে ‘বাজিগর ২’

বিনোদন ডেস্ক

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।

বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।

৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।

ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

বাজিগর সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত

ওয়ামিকা এবার রণবীরের নায়িকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

জিম করতে গিয়ে চোট পেলেন রাশমিকা

কাজ আর প্রার্থনায় ডুবে থাকেন এ আর রহমান, স্মৃতিচারণায় সোনু নিগম

সেকশন