বিনোদন ডেস্ক
গতকাল ৩ জানুয়ারি বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান ও তাঁর প্রেমিক জিম ট্রেনার নূপুর শিখরে। মুম্বাইয়ে আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। তবে দিনব্যাপী বিয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল বর নূপুর শিখরের পোশাক। কালো স্যান্ডো গেঞ্জি পরে এদিন বিয়ে করতে আসেন তিনি।
সন্ধ্যা ৭টা নাগাদ সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের কাজপত্রে স্বাক্ষর করার সময়ও সেই স্যান্ডো গেঞ্জিই পরে ছিলেন আমিরের জামাই। এর পরই নূপুর শিখরে বদলে নেন পোশাক। কালো স্যান্ডো গেঞ্জি বদলে পরেছিলেন নীল রঙের শেরওয়ানি। আর ইরা পরেছিলেন নীল ও গোলাপির কম্বিনেশনে তৈরি ডিজাইনের পোশাক। বিয়ে সেরে বাড়ির বাইরে এসে উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে ছবির জন্য পোজ দিয়েছেন নবদম্পতি। তাঁদের পাশাপাশি পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন আমির খানও। শ্বশুরের খুব ঘনিষ্ঠ নূপুর। দীর্ঘদিন ছিলেন তিনি আমিরেরই জিম ট্রেনার।
উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর... আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’