ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। গত ১৫ নভেম্বর বুধবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর একাধিক বলিউড তারকার সঙ্গে দেখা করেন। সবশেষ শাহরুখ খানের মান্নাতে গিয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার রাতে সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহরুখ খান। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ! দীর্ঘদিন ধরেই ওর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন ওর সঙ্গে দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে সে কীভাবে মেশে, সেটা দেখার পর বুঝলাম সে কতটা ভদ্র ও নম্র স্বভাবের।’
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘দুই লিজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসাম পুরুষ।’ কেউ আবার লিখেছেন, ‘দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।’
বেকহামের আগমনে শাহরুখের বাড়িতে বসেছিল তারার মেলা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, সোনম কাপুর, ফারহান আখতার, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরসহ বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী।
উল্লেখ্য, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’তে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।