হোম > বিনোদন > বলিউড

আবারও একসঙ্গে কমল হাসান-বিজয় সেতুপতি

কিংবদন্তি ভারতীয় অভিনেতা কমল হাসানের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সম্প্রতি ‘কেএইচ–২৩৩’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক এইচ বিনোথ। সেই সিনেমাতেই দেখা যাবে এ দুই জনপ্রিয় অভিনেতাকে। বিনোদন ও লাইফস্টাইল-বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পিংক ভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কমল হাসানের দুর্দান্ত কিছু সিনেমা রয়েছে। তিনি তাঁর অভিনয়জীবনের ২৩৩তম চলচ্চিত্রটি করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা এইচ বিনোথের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রযোজক উদয়নিধি স্টালিন নিশ্চিত করেছেন, কমল হাসান তাঁর ২৩৩তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কেএইচ–২৩৩ ’। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

পিংক ভিলা আরও জানিয়েছে, এই চলচ্চিত্রে কমল হাসানের সঙ্গে তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। এর আগে এ দুই অভিনেতা ‘বিক্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘বিক্রমে’ তাঁদের অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের হৃদয় জয় করেছেন। এই জুটি বিক্রম সিক্যুয়েলের জন্যও পুনরায় একত্রিত হবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৪ সালে এর শুটিং হওয়ার কথা রয়েছে। 

কমল হাসান এখন ম্যাভেরিক এস শঙ্করের পরিচালনায় তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লাইকা প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্রটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কমল হাসানই একমাত্র ব্যক্তি, যাঁর সিনেমা সবচেয়ে বেশিবার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে’ সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় সিনেমাজগতে অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয় এবং ২০১৪ সালে তিনি ‘পদ্ম ভূষণ’ সম্মাননা পান। তিনি এ পর্যন্ত ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তবে শেষবার পুরস্কার জয়ের পর তাঁকে যাতে আর এই পুরস্কার না দেওয়া হয়, উদ্যোক্তাদের কাছে সেই অনুরোধ জানান কমল হাসান। 

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র